আমরা জানি যে সাধারণত মানুষের নামের আগে article- a, an, the ব্যবহার করা হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের নামের আগে ও article- a, an, the ব্যবহার করা হয়। আসুন এক পলকে সেই ব্যবহার গুলো ভাল করে দেখে নেই।
১. একই নামের একাধিক ব্যক্তির মধ্যে কোন একজনকে নির্দিষ্ট করতে হলে the ব্যবহার করা হয়।
Ex: There are three Thomsons in our locality. The Thomson you want to meet is an architect.
তাদের এলাকায় Thomson নামের তিনজন ব্যক্তি আছে এবং এখানে একজনকে নির্দিষ্ট করার জন্য the ব্যবহার করা হচ্ছে।
Jobaer: Whom do you want to see? Is it Mr Simpson from the USA?
Nahar: No, I mean the Mr Simpson from Canada.
২. অপরিচিত কোন ব্যক্তির নামের আগে a/an ব্যবহার করা হয়।
Ex: A Mr. Shamim called and asked about you.
ধরুন কোন এক লোক আপনার বাসায় ফোন করল এবং আপনার আব্বুর কথা জিজ্ঞেস করল। আপনি বললেন, “আব্বু তো বাসায় নেই।” তখন লোকটি বলল, “ঠিক আছে তোমার আব্বু আসলে বল যে আমার নাম শামীম এবং আমি তাকে ফোন করেছিলাম।” তারপর যখন আপনার আব্বু বাসায় আসলেন তখন আপনি যা বলবেন তা হল- “শামীম নামের এক ভদ্রলোক ফোন করে আপনাকে খোঁজ করেছিলেন।” এই শামীম নামের এক ভদ্রলোক মানে হল- A Mr. Shamim.
৩. কারও কোন কাজকে বোঝানোর জন্য যখন ঐ কাজের পরিবর্তে সে ব্যক্তির নাম ব্যবহার করা হয় তখন সেই নামের পূর্বে a/an ব্যবহার করা হয়।
Ex: He bought a Picasso at Sotheby’s in 1970. (আমি Picasso কে কিনিনি বরং Picasso-র একটি painting কিনেছি)
I am reading a Humayun. (আমি এখানে Humayun Ahmed কে পড়ছি না বরং তার কোন novel পড়ছি)
৪. যখন কোন ব্যক্তির নাম দ্বারা কোন characteristic feature কে বোঝানো হয় তখন ঐ নামের আগে a/an বসে।
Ex: He was an Einstein of his time.
৫. তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার আগে the বসে।
Ex: Nazrul is the Byron of Bangladesh.
No comments:
Post a Comment