আমাদের অনেকেরই ধারণা must এবং have to এর অর্থ এবং ব্যবহার একই।কিন্তু না, তা্রা পুরোপুরি এক নয়।আসুন তাহলে ভাল করে দেখে নেই must এবং have to এর ব্যবহার।
Must
|
Have To
|
| ‘The speaker thinks it is necessary’ অর্থাৎ must দ্বারা যে কাজ করার কথা বলা হয় সেই কাজের বাধ্যবাধকতা আসে speaker এর নিজের ভিতর থেকে (inside obligation), বাইরের কোন কিছু তাকে প্রভাবিত করে না।Ex: I must study harder because I want to stand first.
(এখানে speaker নিজ ইচ্ছায় সিদ্ধান্ত নিচ্ছে আরও বেশি করে study করার যেহেতু সে প্রথম হতে চায়। এখানে অন্য কেউ বা কোনকিছু তার উপর study করাটা চাপিয়ে দিচ্ছে না।)
| ‘Someone else thinks it is necessary’ অর্থাৎ have to দ্বারা যে কাজ করার কথা বলা হয় সেই কাজের বাধ্যবাধকতা আসে বাইরের দিক (যেমন ক্লাশ, বিশ্ববিদ্যালয়, অফিস, নিয়ম, সমাজ ইত্যাদি) থেকে (outside obligation), speaker এর নিজের দিক থেকে নয়। অর্থাৎ যে কাজটির কথা বলা হয় সেটা speaker নিজ ইচ্ছায় সিদ্ধান্ত নেয় না।Ex: I have to do some homework tonight.
(এখানে যে homework গুলো করতে হবে তা কিন্তু আমি নিজে সিদ্ধান্ত নেইনি; সেটা হয়ত আমার স্কুল, ক্লাশ বা শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন এবং সেজন্য আমি সেটা করছি বা করতে বাধ্য হচ্ছি।)
British English এ have to এর জায়গায় have got to (negative- haven’t got to) একই অর্থে ব্যবহার করা হয়।
|
| Negative meaning: must কে negative করতে হলে তার সাথে not বসিয়ে দিলেই negative হয়ে যায়।Ex: You mustn’t do the homework tonight.
(তুমি আজ রাতে কোনভাবেই homework করতে পারবা না অর্থাৎ তুমি অবশ্যই আজ রাতে homework করবা না।)
| Negative meaning: have to কে negative করতে হলে এর আগে don’t (has to এর বেলায় doesn’t এবং had to এর বেলায় didn’t)বসিয়ে negative করা হয়। তবে তখন তার অর্থের সাথে must এর অর্থের একটি বড় পার্থক্য সৃষ্টি হয়।Ex: You don’t have to do the homework tonight.
(তোমার আজ রাতে homework করাটা অবশ্যই জরুরী নয়। অর্থাৎ তুমি চাইলে আজ রাতে করতে পার, না চাইলে না ও করতে পার। তবে করতেই হবে এরকম কিছু নয়।আজ রাতে করা বা না করা এটা সম্পূর্ণ তোমার নিজের উপর নির্ভর করে।)
|
| Must হল একটি ভেজালমুক্ত modal verb. | Have to হল একটি semi-modal.( semi-modal হল modal এর মত প্রায় একই অর্থবিশিষ্ট কিন্তু পুরোপুরি modal নয়।) |
More examples:
| More examples:
|
No comments:
Post a Comment