28 April 2014

Mathematics

আজকে আপনাদের শিখাব শেষের সংখ্যা ৫ থাকলে কিভাবে ৩ সেকেন্ডের মধ্যে বর্গ করবেন
উদাহরণঃ- ৩৫² ৪৫² ৬৫² ৮৫² এর বর্গগুলো আপনি কিভাবে করবেন ...
৩৫×৩৫ = ১২২৫ এখানে ৩৫ সংখ্যাটি বামপাশে ৩ আছে একে পরবর্তী সংখ্যা ৪ দ্বারা গুন করেন তাহলে ৩×৪=১২ হবে। এবার ডানপাশে ৫ আছে তার সাথে ৫ গুণ করেন তাহলে ৫×৫=২৫ হবে । এবার ১২ আর ২৫ একসাথে করেন উত্তর ১২২৫
৪৫
৪৫
২০।২৫
উত্তর ২০২৫ এখানে ১ম সংখ্যা ৪ আর ৪ এর পরের সংখ্যা ৫ তাই ৪×৫=২০ হবে । ডানপাশে সংখ্যা ৫ তাই ৫×৫=২৫ হবে।
তাহলে চেষ্টা করুন ৬৫² ৮৫² ৯৫² ১০৫² ১২৫² 

২য় পদ্ধতিঃ – 

২৬×২৪=৬২৪ ৪৮×৪২=২০১৬ ৬৭×৬৩=৪২২১
উপরের গুনগুলো একটু খেয়াল করেন বাম পাশের সংখ্যাগুলো সমান সমান ( যেমন- ২,২ ৪,৪ ৬,৬ ) আর ডানপাশের
সংখ্যাগুলো যোগ করলে ১০ হবে (যেমন-
৬+৪=১০, ৮+২=১০, ৭+৩=১০) ।Same  সংখ্যার গুন করা যাবে ৩ সেকেন্ডের
মধ্যে ।
২৬×২৪=৬২৪ প্রথমে বামপাশের সংখ্যা দেওয়া আছে ২ । ২ এর পরবর্তী সংখ্যা ৩ এর সাথে গুণ করতে হবে ২×৩=৬  হবে । এবার ডান পাশের সংখ্যা দুটি ৬ আর ৪ দেওয়া আছে, তাদেরকে গুণ করলে হবে ৬×৪=২৪ হবে । এবার ৬ আর ২৪ একসাথে করলে উত্তর হয় ৬২৪ 
৪৮
৪২
২০।১৬
উত্তরঃ ২০১৬ 
এখানে প্রথম সংখ্যা ৪ আর ৪ এর পরের সংখ্যা ৫ দ্বারা গুণ হবে ৪×৫=২০ । In the right side ৮ আর ২ আছে, এদের গুণফল হবে ১৬ । So Ans is  ২০১৬
তাহলে চেষ্টা করুন ৮২×৮৮ 
৫৬×৫৪ 
৩২×৩৮
৯৭×৯৩ 
১০৬×১০৪

No comments:

Post a Comment