30 April 2014

a list of No-9 & 10 with Table & rearrange

According to main book page no,there have a list of No-9 & 10 with Table & rearrange 

Page No
Reading List
07
B
12
E(1st Para)
24
D
28
A
33
B(LAST PARA)
35
B
36
B(LAST PARA)
45
C(1ST PARA)
49
2
60
C
69
A(2ND PARA)
74
D
60
G
81
B(2ND PARA)
90
C+D
99
B
124
C
135
B(1ST PARA)
144
B(10 LINES)
155
B( 6 lines)
157
C(FOR TABLE)
160
C (FOR PARAGRAPH & TABLE)

165
C
168
D
176
A(FOR REARRENGE )
182
B
184
B
191
B
194
E
220
B(2ND PARA)
221
C(1ST & LAST PARA)
229
B
235
B(1ST PARA)
242
C(1ST PARA)
248
D
277
B
283
E
287
C
293
B
294
B
312
C(1ST PARA)
You must study

UNIT-6,9 & 21 In a load full……

29 April 2014

English 2nd paper

Nobody believes the liar
 1.do they?
 2. doesn't he?
 3.will they?
 4.won't they?

Correct Ans -  1.do they?

Chemistry



এসবেসটস কি?

A. অগ্নি নিরোধক খনিজ পদার্থ
B. কম ঘনাত্ব বিশিষ্ট তরল পদার্থ
C. বেশি ঘনাত্ব বিশিষ্ট তরল পদার্থ
D. এক ধরনের রাসয়নিক পদার্থ

উঁইপোকা দমনে নিচের কোন ধাতুটি ব্যবহৃত হয়?
ক)সালফার
খ)লেড
গ)আয়রন
ঘ)ম্যাগনেসিয়া






Math


৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা -----

A.৫টি
B.৬টি
C.৪টি
D.৩টি


যদি তৈলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
ক) ২০%
খ) ১৬%
গ) ১১%
ঘ) ৯%

  


Biology



কোনটি হৃদরোগের কারণ?

ক। পরিমিত ঘুম
খ। ধূমপান
গ। সুষম খাদ্য গ্রহণ
ঘ। রক্তপাত



উঁইপোকা দমনে নিচের কোন ধাতুটি ব্যবহৃত হয়?
ক)সালফার
খ)লেড
গ)আয়রন
ঘ)ম্যাগনেসিয়া



কোথায় দিন-রাত্রি সর্বত্র সমান ?

A.মেরু অঞ্চলে
B.নিরক্ষরেখায়
C.উওর গোলার্ধে
D.দক্ষিণ গোলার্ধে



28 April 2014

IQ Test


  গণনার কিছু সাধারন হিসাব ,খুবই সাধারন জ্ঞান কিন্তু খুব গুরূত্বপূর্ন ও বটে  ---------------------------------------
১ মিনিট = ৬০ সেকেন্ড...
১ ঘণ্টা = ৬০ মিনিট
১ দিন = ২৪ ঘণ্টা
১ সপ্তাহ = ৭ দিন
১ পক্ষ = ১৫ দিন
১ মাস = ২ পক্ষ
১ মাস = ৪ সপ্তাহ
১ মাস = ৩০ দিন
১ ঋতু = ২ মাস
১ ঋতু = ৪ পক্ষ
১ ঋতু = ৮ সপ্তাহ
১ ঋতু = ৬০ দিন
১ বছর = ১২ মাস
১ বছর = ২৪ পক্ষ
১ বছর = ৩৬৫ দিন
১ বছর = ৫২ সপ্তাহ
১ অধিবর্ষ = ৩৬৬ দিন
১ যুগ = ১২ বছর
১ অর্ধযুগ = ৬ বছর
১ অর্ধ-শতাব্দী = ৫০ বছর
১ শতাব্দী = ১০০ বছর
১ জোড়া = ২টি
১ হালি = ৪টি
১ গণ্ডা = ৪টি
১ ডজন = ১২টি
১ ডজন = ৩ হালি
১ ডজন = ৬ জোড়া
১ ডজন = ৩ গণ্ডা
১ কুড়ি = ২০টি
১ কুড়ি = ৫ হালি
১ কুড়ি = ১০ জোড়া
১ গ্রোস = ১৪৪টি
১ গ্রোস = ১২ ডজন
১ দিস্তা = ২৫ তা
১ রিম = ২০ দিস্তা
১ রিম = ৫০০ তা
১ ভরি = ১৬ আনা
১ আনা = ৬ রতি
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ মাইল = ১৭৬০ গজ
১ ফুট = ১২ ইঞ্চি
১ হাত = ১৮ ইঞ্চি
১ গজ = ৩৬ ইঞ্চি
১ গজ = ৩ ফুট
১ গজ = ২ হাত
১ কেজি = ১০০০ গ্রাম
১ কুইন্টাল = ১০০ কেজি
১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
১ গ্রাম = ১০০০ মিলিগ্রাম
১ লিটার = ১০০ সিসি
১ মণ = ৪০ সের
১ সের = ১৬ ছটাক
১ ছটাক = ৫ তোলা
১ সিকি = ২৫ পয়সা
১ আধুলি = ৫০ পয়সা
১ টাকা = ১০০ পয়সা
১ শতাংশ = ১০০ অযুতাংশ
১ একর = ১০০ শতাংশ = ৩ বিঘা ৮ ছটাক
১ কাঠা = ১৬ ছটাক
১ বিঘা = ২০ কাঠা = ৩৩ শতাংশ
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ চেইন = ২২ গজ = ৬৬ ফুট
১ টাকা = ১৬ আনা
১ আনা = ২০ গণ্ডা
১ গণ্ডা = ৪ কড়া
১ কড়া = ৩ ক্রান্তি
১ ক্রান্তি = ২০ তিল
ত্রিভুজের বাহু কয়টি_ ৩টি
চতুর্ভুজের বাহু কয়টি_ ৪টি
বৃত্তের বাহু কয়টি_ নাই
ঘনকের বাহু কয়টি_ ৮টি
ঘনবস্তুর বাহু কয়টি_ ১২টি
দৈর্ঘ্যের একক = মিটার
আয়তনের একক = লিটার
ওজনের একক = কেজি
ইংরেজি বারো মাস গণনার কবিতা ৩০ দিনেতে হয় মাস সেপ্টেম্বর এরূপে এপ্রিল, জুন আর নভেম্বর ২৮ দিনেতে ফেব্রুয়ারি ধরে ১ দিন বাড়ে তার চতুর্থ বৎসরে আর বাকি সব মাস ৩১ দিনে এরূপে ইংরেজি মাস গণনা করে।
বাংলা বারো মাস গণনার সূত্র_
বছরের প্রথম ৫ মাস ৩১ দিনে বাকি ৭ মাস ৩০ দিনে এরূপে বাংলা মাস গণনা করে।



  ★চিকিত্সাবিজ্ঞানের জনক কে ?
হিপোক্রেটিস
★শারীরবিদ্যার জনক কে ?
উইলিয়াম হার্ভে
★বংশগতির জনক কে ?...
গ্রেগর মেন্ডেল
★রসায়নের জনক কে ?
জাবির ইবনে হাইয়ান
★উদ্ভিদবিজ্ঞানের জনক কে ?
থিওফ্রাস্টাস
★আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
নিকোলো মেকিয়াভেলী
★আধুনিক গণতন্ত্রের জনক কে ?
জন লক
★অর্থনীতির জনক কে ?
এডামস্মিথ
★আধুনিক অর্থনীতির জনক কে ?
পল স্যামুয়েলসন
★আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক কে ?
কোপার্নিকাস
★এনাটমির জনক কে ?
আঁদ্রে ভেসালিয়াস
★দর্শনশাস্ত্রের জনক কে ?
সক্রেটিস
★বিজ্ঞানের জনক কে ?
থেলিস
★প্রাণিবিজ্ঞানের জনক কে ?
এরিস্টটল
★শ্রেণিবিদ্যার জনক কে ?
ক্যারোলাস লিনিয়াস
★জীবাণুবিদ্যার জনক কে ?
লুই পাস্তুর
★মনোবিজ্ঞানের জনক কে ?
উইলহেম উন্ড
★রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
এরিস্টটল
★সমাজবিজ্ঞানের জনক কে ?
অগাস্ট কোত্
★গণিতশাস্ত্রের জনক কে ?
আর্কিমিডিস
★বীজগণিতের জনক কে ?
আল-খাওয়ারিজম
★জ্যামিতির জনক কে ?
ইউক্লিড
★ক্যালকুলাসের জনক কে ?
নিউটন
★ইতিহাসের জনক কে ?
হেরোডোটা

IQ Test

কত জন সঠিক উত্তর দিবে?
অগা তার গরুগুলোকে খাবার দিচ্ছে, তার গোয়ালে ২০ টি গরু আছে, একটি গরুর ৩টি পা থাকলে, গোয়ালে কতগুলো পা আছে?


একটি হাঁস এক মাসে ১৫ টি ডিম পাড়ে.... তাহলে দুই জোড়া হাঁস দুই মাসে কতগুলো ডিম পাড়বে?




 1,5 nd 10 tk ar note dia 100 tk ar vangti korte hobe emonvabe jeno total 19 ta note hoy..

  এক দোকানে একটা সুন্দরী মেয়ে আসল ।মেয়েটা দোকান থেকে ২০০ টাকার কেনাকাটা করেল ।এর পর দোকানদারকে ১০০০ টাকার একটা নোট দিল ।দোকানদারের কাছে ভাংতি না থাকায় সে পাশের দোকান থেকে ভাংতি এনে মেয়েটাকে ৮০০ টাকা ফেরত দিল । মেয়েটা চলে যায়,পরক্ষনে পাশের দোকানদার আসে এবং বলে ১০০০ টাকার নোটটা জাল ।তারপর সে ১০০০ টাকার আসল নোট নিয়ে চলে যায়। ।
এখন প্রশ্ন হচ্ছে ১ম দোকানদার এর টোটাল কত লস হয়েছে ?
 তিনজনে হোটেলে খাবার পরে ৩০ টাকা বিল পরিশোধ করিল।
এবং হোটেলের মালিক কর্মচারীকে তাদেরকে ৫ টাকা ফিরত দিতে পাঠাল। হোটেলের কর্মচারী তাদেরকে ৩ টাকা ফিরত দিল আর ২ টাকা নিজে কাছে রাখলো।তাহলে ৩ জনের খাবারে বিল ৯ টাকা করে হলো।তাহলে ৯*৯*৯=২৭ টাকা কর্মচারী নিলো ২ টাকা।বাকি ১ টাকা গেল কই??


   IF,
8 = 56
7 = 42
6 = 30...
5 = 20
Then,
3=???


   একটি ছেলে বাজারে গেল মুরগি বিক্রির জন্য। সে মুরগিটি ৬০ টাকায় বিক্রি করে তিন বন্ধুর কাছে। ৩ বন্ধু ২০ টাকা করে দিল প্রত্যেকে। কিন্তু তার মা তাকে বলেছিলেন যে মুরগিটি ৫০ টাকা বিক্রি করতে। তখন তার মা তাকে বললেন ১০ টাকা ফেরত দিয়ে আসার জন্য। কিন্তু সে ১০ টাকা ফেরত না দিয়ে তিন বন্ধুকে ২ টাকা করে ৬ টাকা ফেরত দিল এবং সে ৪ টাকা নিজে রেখে দিল। এখন দেখা জায় যে ৬ টাকা ফেরত দেওয়ায় তাদের প্রত্যেকের ১৮ টাকা করে দেওয়া পড়ল। মুরগিটির দাম পরে ১৮*৩=৫৪ টাকা। আর ছেলেটি ৪ টাকা নেওয়ায় টাকার পরিমান হয় ৫৮ টাকা। 
আমার প্রশ্ন হল ৬০ টাকা থেকে ২ টাকা গেল কই ?


   ৫টা বিড়াল ৫টা ইঁদুর মারে ৫ মিনিটে। তাহলে ৩০ টা বিড়াল ৩০টা ইঁদুর মারে কয় মিনিটে?



যাত্রীবাহী বিমান প্রায় ৩০০০০ফুট উপর দিয়ে উড়ে।এত উঁচুতে বায়ুচাপ অত্যন্ত কম থাকে।অক্সিজেনের ঘনত্বও ভূমি থেকে অনেক কম থাকে এবং বিমান পুরোপুরি এয়ারটাইট থাকে।ফলে বিমানযাত্রীদের প্রচণ্ড গরম লাগা এবং শ্বাসকষ্ট অনুভূত হবার কথা।কিন্তু বাস্তবে তা হয় না কেন?

IQ Test

  Find the unknown number....
4,11,8,19,12,__
a. 25
b. 27
c. 20...
d. 30

  Find the unknown number 1,1,2,3___?
a)7
b)6 
c)5
d)8


  Trace out the stranger from the following:
 1)Square
2)Quadrilateral
3)Circle
4)Rectangle
5)Triangle.


বজ্রপাতের সময় আপনি গাড়িতে বসে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায় টি গ্রহণ করবেন?
১) গাড়ির মধ্যেই বসে থাকবেন।
২) কোন গাছের তলায় আশ্রয় নিবেন।
৩) বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পরবেন।


  বিশ্বের কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি?
ক.জাপান
খ.চীন
গ.রাশিয়া ...
ঘ.ভারত


মানব সভ্যতার প্রাথমিক পর্যায়ে মানুষ মাস গণনা করতো-
কঃ সূর্য উদয়-অস্তের ভিত্তিতে
খঃ তারা দেখে
গঃ চাঁদের হ্রাস-বৃদ্ধি দেখে
ঘঃ সমুদ্রের জোয়ারভাটার ভিত্তিতে


 একটু কড়াই এ একসাথে দুইটা রুটি ছ্যাকা যায়।যদি একটি রুটির এক পাশ ছ্যাকতে ৫মিনিট সময় লাগে তাহলে ৩টি রুটি ছ্যাকতে কত... মিনিট সময় লাগবে?
ক. ১০ মিনিট
খ.১৫ মিনিট
গ.২০ মিনিট
ঘ.কোনটিই নয়

ICT

1.  What does HTTP stands for?
1. Hypertext Transfer Protocol
2. Hypertext Transfer Plotter
3. Head Tail Transfer Plot
4. Head Tail Transfer Protocol


2.  SIM in full meaning ?
(a) subscriber identification modem
(b) subscriber identity modem
(c) subscriber identification module.
(d) subscriber identity module..

3.  ইন্টারনেট চালুর বছর ----------
A.১৯৫৯
B.১৯৬৫
C.১৯৬৯...
D.১৯৮১


4.  কত বিট এ এক বাইট?
১. দশ
২. নয়
৩. চার
৪. আঁট


5.  Which is not Network of Computer?
A. Man
B. Lan
C. Wan
D. Can

Mathematics

আজকে আপনাদের শিখাব শেষের সংখ্যা ৫ থাকলে কিভাবে ৩ সেকেন্ডের মধ্যে বর্গ করবেন
উদাহরণঃ- ৩৫² ৪৫² ৬৫² ৮৫² এর বর্গগুলো আপনি কিভাবে করবেন ...
৩৫×৩৫ = ১২২৫ এখানে ৩৫ সংখ্যাটি বামপাশে ৩ আছে একে পরবর্তী সংখ্যা ৪ দ্বারা গুন করেন তাহলে ৩×৪=১২ হবে। এবার ডানপাশে ৫ আছে তার সাথে ৫ গুণ করেন তাহলে ৫×৫=২৫ হবে । এবার ১২ আর ২৫ একসাথে করেন উত্তর ১২২৫
৪৫
৪৫
২০।২৫
উত্তর ২০২৫ এখানে ১ম সংখ্যা ৪ আর ৪ এর পরের সংখ্যা ৫ তাই ৪×৫=২০ হবে । ডানপাশে সংখ্যা ৫ তাই ৫×৫=২৫ হবে।
তাহলে চেষ্টা করুন ৬৫² ৮৫² ৯৫² ১০৫² ১২৫² 

২য় পদ্ধতিঃ – 

২৬×২৪=৬২৪ ৪৮×৪২=২০১৬ ৬৭×৬৩=৪২২১
উপরের গুনগুলো একটু খেয়াল করেন বাম পাশের সংখ্যাগুলো সমান সমান ( যেমন- ২,২ ৪,৪ ৬,৬ ) আর ডানপাশের
সংখ্যাগুলো যোগ করলে ১০ হবে (যেমন-
৬+৪=১০, ৮+২=১০, ৭+৩=১০) ।Same  সংখ্যার গুন করা যাবে ৩ সেকেন্ডের
মধ্যে ।
২৬×২৪=৬২৪ প্রথমে বামপাশের সংখ্যা দেওয়া আছে ২ । ২ এর পরবর্তী সংখ্যা ৩ এর সাথে গুণ করতে হবে ২×৩=৬  হবে । এবার ডান পাশের সংখ্যা দুটি ৬ আর ৪ দেওয়া আছে, তাদেরকে গুণ করলে হবে ৬×৪=২৪ হবে । এবার ৬ আর ২৪ একসাথে করলে উত্তর হয় ৬২৪ 
৪৮
৪২
২০।১৬
উত্তরঃ ২০১৬ 
এখানে প্রথম সংখ্যা ৪ আর ৪ এর পরের সংখ্যা ৫ দ্বারা গুণ হবে ৪×৫=২০ । In the right side ৮ আর ২ আছে, এদের গুণফল হবে ১৬ । So Ans is  ২০১৬
তাহলে চেষ্টা করুন ৮২×৮৮ 
৫৬×৫৪ 
৩২×৩৮
৯৭×৯৩ 
১০৬×১০৪

Mathematics

 S= 2-2+2-2+.............
এই অসীম ধারাটির সমষ্টি কত? 
অর্থাৎ  S=?




  একটি ক্ষেত্রের দৈর্ঘ্য ৪মিটার ও প্রস্থ ২মিটার.. আয়তন কত?

Mathematics

5. If n & p are both odd numbers, which of the following numbers must be an even?
a. n+p
b. np
c. np+2
d. n+p+1...
e. 2n+p



6.  সমকোণী ত্রিভূজের বাহুগুলোর অনুপাত :
a)3:4:5,
b)13:12:5,
c) 17:15:8,
d) 7:24:25,...
e) 9:40:41


7.   If a number is divisible by 102 then it is also divisible by which of the following numbers?
A. 2
B. 3
C. 17 ...
D. All



   An emergency vehicle travels 10 miles at a speed of 50 miles per hour. How fast must the vehicle travel on the return trip if the round trip travel is to be 20 minutes.


   দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
A.৭০
B.৮০
C.৯০...
D.১০০



  What is the real value of square root of 4?
a) 2
b) +2 @ - 2
c) both
d) none of them


  কোন ত্রিভূজের তিনটি বাহুকে বর্ধিত করলে উত্‍পন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত ?
ক 180 ডিগ্রী
খ 150 ডিগ্রী
গ 540 ডিগ্রী
ঘ 360 ডিগ্রী


  একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত ??
A. ৮৯৭
B. ৮৯৮
C. ৮৯৯...
D. ৯০০


A shopkeeper earns a profit of 12% on selling a book at 10% discount on the printed price.The ratio of the cost price and the printed price of the book is:
A. 45:56
B. 50: 61
C. 99:125
D.none



Biology

আমরা জানি পৃথিবীকে ঘিরে বায়ুমণ্ডল রয়েছে।পৃথিবীর বাহিরে(মানে বায়ুমণ্ডল এর স্তর শেষ হবার পর) বায়ুমণ্ডল নাই।আর আমরা এটাও জানি আদর্শ গ্যাসের কোন ধরনের আকর্ষণ বল নাই অন্য বস্তুর উপর।তাহলে কিসের জন্য বায়ুমণ্ডল পৃথিবীকে ঘীরে আছে আর অন্য কোথাও বায়ুমণ্ডল নেই কেন?




 ভাস্কুলার টিস্যুর বৈশিষ্ট্য কি?

Biology

 প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক) WBC
খ) নিউরন
গ) গবলেট
ঘ) RBC

   দেহের কোন অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?
ক. শ্বেত কণিকা
খ. লোহিত কণিকা
গ. অনুচক্রিকা...
ঘ. রক্তরস


 

পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-
ক. হাইডোজেন
খ. অ্যালুমিনিয়াম
গ. সিলিকন...
ঘ. কার্বন


  কচু খেলে গলা চুলকায়,কারণ কচুতে থাকে?
1/ক্যালসিয়াম অক্সালেড
2/ক্যালসিয়াম কার্বনেট
3/ক্যালসিয়াম সালফেট


  কোন স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬ ডিগ্রি পশ্চিমের স্থানের সময় কত হবে?
ক. ১১টা ৬ মিনিট
খ. ১২টা ৪৬ মিনিট
গ. ১০টা ৬ মিনিট
ঘ. ১০টা ৩৬ মিনিট


  মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
A.১৫ ইঞ্চি(প্রায়)
B.১৭ ইঞ্চি(প্রায়)
C.১৮ ইঞ্চি(প্রায়)...
D.২০ ইঞ্চি(প্রায়)



   বাংলাদেশে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয় কোন খাতে?
A.বিদ্যুৎ উৎপাদনে
B.সার উৎপাদনে
C.গৃহস্থালি কাজে...
D.চা বাগানে


 Normal blood pressure in human ------???
A. 130/86 mm(Hg)
B.160/110
C.110/85
D. 120/80

  In following which is the constant?
a) c (velocity of light)
b) g (acceleration of gravity)
c) G (gravitational constant)
d) all of them

  অক্সিন হচ্ছে এক প্রকার
১ হরমোন
২ এনজাইম
৩ এসিড...
৪ A C


   কোনোটিতে রাইজয়েড থাকে?
a.মস
b.ফার্ন
c.ছত্রাক

রাফেজ কি জাতীয় খাদ্য?
a.প্রোটিন
b.সেলুলোজ
c.লবণ

  মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে?
1.পেপসিন
2.ট্রিপসিন
3.টায়ালিন...
4.অ্যামাইলেড



  কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
১ লুইপাস্তুর
২ ডারউইন
৩ প্রিস্টলী
৪ ল্যাভয়েসিয়ে

  পৃথিবীর মোট পরিধি কত ডিগ্রি?
ক। ১৮০ ডিগ্রি
খ। ৩৬০ ডিগ্রি
গ। ২২০ ডিগ্রি...
ঘ। ২৭০ ডিগ্রি


  জন্ডিসে আক্রান্ত হয় ----------
A.যকৃত
B.কিডনি
C.পাকস্থলি ...
D.হৃৎপিণ্ড

Chemistry

গাঢ় sulfuric acid কে কিভাবে লঘু করা যায়?

Chemistry

  ভারি পানির সংকেত হচ্ছে -
1. 2H2O2
2. H2O
3. D2O...
4. HD2O2


  কোন এসিড সব চেয়ে বেশী শক্তিশালী?
a) HF
B) HCl
c) HI
d) HBr

  সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল –
জিপসাম
সালফার
সোডিয়াম
খনিজ লবণ

27 April 2014

Physics

  দোলক ঘড়ি দ্রুত চলে?
ক) গ্রীষ্মকালে
খ) শরৎকালে
গ) হেমন্তকালে ...
ঘ) শীতকালে


  উচ্চতা নির্ণায়ক যন্ত্র?
ক) অলটিমিটার
খ) গ্যালভানোমিটার
গ) ক্যালরিমিটার ...
ঘ) টেনিসিমিটার



  Who Invention " Chlorofluro Carbon ".......?
a) Prof. A. Salam
b) Prof. A. Einstein
c) Prof. T. Midgley
d) Prof. M. Calvin



 কোনটি ভেক্টর রাশি নয়?
ক. সরণ
খ. দ্রুতি
গ. বেগ...
ঘ. ত্বরণ


সর্বপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইন্জ্ঞিন কোনটি?
ক. পেট্রোল ইন্জ্ঞিন
খ. ডিজেল ইন্জ্ঞন
গ. বৈদ্যুতিক ইন্জ্ঞিন ...
ঘ. গ্যাস ইন্জ্ঞিন


 স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু –
A.পারদ
B.লিথিয়াম
C.জারমেনিউম...
D.ইউরেনিয়াম


 কোনটি অ্যালকেলি মেটাল?
ক. ক্যালসিয়াম
খ. ম্যাগনেসিয়াম
গ. সোডিয়াম...
ঘ. অ্যালুমিনিয়াম



 উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
a,ক্রনোমিটার
b. ট্যাকোমিটার
c.হাইগ্রোমিটার
d. ওডোমিটার

   লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –
১ তামা
২ দস্তা
৩ রূপা...
৪ এলুমিনিয়াম



  গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র...
ক. ব্যারোমিটার
খ. ম্যানোমিটার
গ. হাইগ্রোমিটার
ঘ. পাইরোমিটার


   বায়ুতে শব্দের গতি ঘন্টায় কত মাইল?
747 m/h
749 m/h
745 m/h


  বৈদ্যুতিক ক্ষমতার একক -
A.জুল
B.ওয়াট
C.নিউটন...
D.ওহম


   কোন নিস্ক্রীয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই ?
A.হিলিয়াম
B.নিয়ন
C.আর্গন...
D.জেনন


  শূন্য ম্যাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে?
a.বিকিরণ
b.পরিবহন

  Ohm's law is....
a. P=VI
b. V=RI


  ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
1.হৃৎপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
2.মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
3.হৃৎপিন্ডের অংশবিশেষের অসাড়তা...
4.ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া



  বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ ---------
A.ফোঁটার কৈশিক টান
B.ফোঁটার তলীয় টান
C.ফোঁটার চতুর্দিকের বাতাসের টান...
D,বৃষ্টির ফোঁটার গতিবেগ



   কোন বস্তুকে চাঁদে নিয়ে গেলে তার ওজন-------
A.একই থাকবে
B.কমবে
C.বেড়ে যাবে ...
D.থাকবে না



বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন -
1.স্টিফেন হকিং
2.জি লেমেটার
3.আব্দুস সালাম...
4.এডুইন হাবল
5.ইবনুন মাসুদ



আকাশে বিদ্যুৎ চমকায় -
1.মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
2.দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
3.মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
৪.মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

   কাজ ও বলের একক যথাক্রমে-
1 নিউটন ও মিটার
2 জুল ও ডাইন
3 ওয়াট ও পাউন্ড...
4 প্যাসকেল ও কিলোগ্রাম


 সবচেয়ে ভারী ধাতু?

ক) লোহা
 খ) পারদ
 গ) প্লাটিনাম
 ঘ) নিকেল

Physics

 একটা গোলক আর কিউব একই পথে সম দূরত্বে গড়িয়ে নিতে কেন কিউবের বেলায় কাজ বেশি করতে হবে?
বাতাসের বাঁধা কোন ফ্যাক্টর না


   সমত্বরণে চলমান একটি বস্তুর চলা শুরু করার 40 সেকেন্ড পর গড় বেগ হয় 10 ms-¹ এবং শেষ বেগ হয় 50 ms-¹॥বস্তুটির ত্বরণ কত?


 অাকাশ থেকে পড়া বৃষ্টির ফোটা গোলাকার হয় কেন?


Why the value of g(acceleration of gravity) is zero, at the center of the EARTH? explain....


 If protons are positively charged in nucleus of an atom, then how thcould ey stayed in one nucleus though there is a huge repulsion forces? Explain it...